জামালপুরে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) শরিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিকেল ৪টায় সদর উপজেলার নান্দিনায় একটি স্কুলে নিয়োগ পরীক্ষা নিয়ে ফেরার পথে শরিফপুর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। এ সময় তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন তার কর্মস্থলের সহকর্মীরা।
জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন জানান, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ১২টায় সহকর্মী হায়দার আলীর মোটরসাইকেল যোগে নান্দিনার চরপক্ষীমারি উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা নিতে যান। পরীক্ষা শেষে বিকেল ৪টায় অফিসে ফেরার পথে শরিফপুর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য, আফরোজা বেগম ২০১৫ সালে জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি ২ মেয়ে সন্তানের জননী। সে ঢাকার খিলগাঁ স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন। তার জন্মস্থান গাজীপুরের কাপাসিয়ায়।