মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ২৭০ কেজি ভেজাল দুধসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার ভোরে উপজেলার ফুকুরহাটি গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ভেজাল দুধ ব্যবাসয়ীকে আটক করে। এসময় ২৭০ কেজি ভেজাল দুধ ও ২ কেজি এরারুট পাউডার জব্দ করা হয়।
ইউএনও আশরাফুল আলম বলেন, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইনের ২৫ ধারায় রাজ্জাককে এক বছরের কারাদণ্ড ও ভেজাল দুধ নষ্ট করা হয়।