দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামান আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে মারা গেছেন। সাংবাদিক বুলবুল আহসান ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, ‘মুনীর ভাই ছবি হয়ে গেলেন, সকাল ৭.৪০।’
পরিবার সূত্রে জানা গেছে, খন্দকার মুনীরুজ্জামান সম্প্রতি জ্বরে আক্রান্ত হন। এরপর তার করোনা টেস্টে পজিটিভ হওয়ার পর তিনি শান্তিনগরে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। গত ৩১ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। পরে বাসাতেই চিকিৎসাধীন ছিলেন।
মুনীরুজ্জমান ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন। এরপর দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি একজন প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছেন। ২০১৯ সালে তিনি প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হন। তার মৃত্যুর খবরে সাংবাদিক কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।