রাজধানীর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগামীকাল ৮ বছর পূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও পোশাক শিল্পের দ্বিতীয় কালো অধ্যায়ের নাম তাজরিন ট্র্যাজেডি। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান ১১৩ জন শ্রমিক। ভয়াবহ ওই ঘটনার পরদিন আশুলিয়া থানার এসআই খায়রুল ইসলাম মামলা দায়ের করলেও ৮ বছরেও শেষ হয়নি তার বিচারকাজ।
আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগপত্র জমা পড়েছে। যদিও এ ঘটনার মামলায় সাক্ষীর অভাবে বিচারকাজ আজও শেষ হয়নি।
এদিকে আশুলিয়ার তাজরীন ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের আট বছর পরে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার ক্ষতিপূরণের দাবিতে গত সেপ্টেম্বর মাস থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছে। এই দীর্ঘ সময়ে এখনও শ্রমিক ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসা পাননি দাবি নিয়ে বসলেও তাদের দাবি আমলে নিয়ে কার্যকর কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি। সর্বশেষ এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তার সাক্ষাৎ মিললেও মিলেনি কোনও সমাধান।