গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লিমু মনি লামিয়ার বর্বরোচিত হত্যায় জড়িত ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আলোকিত হৃদয় স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোড়াই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভূঁইয়া ঠান্ডু, গোড়াই ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মেম্বার, হৃদয় স্কুলের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন সজিব, গোড়াই ইউনিয়নের যুবলীগের সদস্য রবিন সরকারসহ অনেকে।