বিভিন্ন দাবিতে চতুর্থ দিনের মতো চতুর্থদিনের মতো সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মিরপুরের কালশীর ২২ তলা ভবনের সব গার্মেন্টসের কর্মীরা সড়কে অবস্থান নেন। বর্তমানে সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে।
এদিকে, আজ সকালে সাভার ও আশুলিয়ায়ও তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা রাস্তায় নামার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে।
সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি, বাস্তবায়নের দাবিতে বিমানবন্দর, উত্তরা, সাভার, টঙ্গী, গাজীপুরে সড়কে অবস্থান নিয়ে গত তিন দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে পোশাক শ্রমিকরা। এরই মাঝে গতকাল মঙ্গলবার সাভারে পুলিশের সাথে সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে। তাই তাদের দাবির সাথে আজ যুক্ত হয়েছে শ্রমিক হত্যার বিচার।
গতকালের সংঘর্ষে সাভারের উলাইল এলাকার আনলিমা টেক্সটাইলের সুমন নামের এক শ্রমিক নিহত হওয়ার জের ধরে আজ ওই পোশাক কারখানাটি একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।