একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্থগিত হওয়া তিনটি কেন্দ্রে পুনঃভোট চলছে। গোলযোগের কারণে এসব কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছিল।
জানা যায়, আজ বুধবার সকাল ৮টায় নির্ধারিত সময়ে ওই তিন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সারা দেশে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের আয়োজন করেছিল নির্বাচন কমিশন। এসব আসনের ৪০ হাজার ৫১টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র গোলযোগ ও অনিয়মের কারণে স্থগিত করা হয়।
এর মধ্যে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ ব্যালট বাক্স ছিনতাই ও সংঘর্ষের কারণে স্থগিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ফলাফল আটকে যায়।
সরাইল ও আশুগঞ্জ এলাকা নিয়ে গঠিত এই আসনে ১২৯ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির আবদুস সাত্তার ভূইয়া পেয়েছেন ৮২ হাজার ৭২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।
এই তিন কেন্দ্রে ভোটার রয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। আর প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯।
তত্ত্বীয়ভাবে এখনও দুই প্রার্থীর যে কারও বিজয়ী হওয়ার সুযোগ থাকায় রিটার্নিং কর্মকর্তা সেদিন এ আসনের ফল ঘোষণা স্থগিত করেন।
তবে প্রায় শতভাগ ভোট বিপক্ষে না গেলে ধানের শীষের প্রার্থীই বিজয়ী হচ্ছেন এটা বলা যায়।