বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনায় শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স এর আজ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা খান রহমান শেফালী এমপি। জেলার চল্লিশা বিসিক শিল্প এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্প সহায়ক কেন্দ্র ৫ দিনব্যাপী যুবদের এই উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করে। এতে মোট ২৬ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। তাদের মধ্যে ১০ জন নারী উদ্যোক্তাও রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের উপ ব্যবস্থাপক মো. আক্রাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এমপি হাবিবা রহমান শেফালী, বসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হাসান আকন্দ, মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামছুর নাহার বিউটি, আওয়ামী লীগ নেত্রী ও নারী উদ্যোক্তা অর্পিতা খানম সুমি, উইম্যান চেম্বারের সভাপতি ফারহানা সুলতানা লিনু, উদ্যোক্তা প্রশিক্ষনার্থী কামরুন্নাহার লিপিসহ অন্যরা।