ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ঠিকাদার কল্যাণ সমিতির আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ক্যাম্পাসে জব্বার আলী মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক আব্দুল ওয়াহাব, সহ-সভাপতি আব্দুর রহিম মিন্টু, সুনীল চন্দ্র দাস, আজহার আলী সোবহান, আব্দুল কদ্দুস, লাল মিয়া নান্টু যুগ্ন-সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সেলিম, হারুন উর রশিদ, মাছুদ রানা, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সহ-সাংগঠনিক ও দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, গোলাম মোস্তুফা, কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন, প্রচারনা ও গ্রন্থনা সম্পাদক সালাউদ্দিন, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন তাদের কাজের মাধ্যমে সংগঠনটি মানুষের হৃদয়ে স্থান করে নিবে। বাণিজ্য নয় সঠিক দায়িত্ব পালনেই হবে সংগঠনের মূলমন্ত্র।