ময়মনসিংহ সিটিতে নামছে ভ্রাম্যমাণ আদালত

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আগামিকাল (সোমবার) থেকে ময়মনসিংহ সিটিতে ২টি ভ্রাম্যমান অাদালত মাঠে নামবে। যারা মাক্স ব্যবহার করবেন না, তাদের সতর্ক করা হবে, পাশাপাশি জরিমানা করা হবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য জনসাধারনের মাঝে মাক্স বিতরন করা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু।

আজ (২২নভেম্বর) রবিবার সকালে টাউন হলের সামনে নগরীর ৩৩ টি ওয়ার্ডে একযোগে মাক্স বিতরনী অনুষ্ঠানে মেয়র ইকরামুল হক টিটু এসব কথা বলেন।
তিনি আরো বলেন,করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আমাদের অারো কঠোর অবস্থানে যেতে হবে। সবাই যেন মাক্স ব্যবহার করে,তা নিশ্চিত করতে হবে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো.মিজানুর রহমান বলেন,করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। অাপনারা সবাই মাক্স ব্যবহার করবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। তিনি আরো বলেন আগামী ৩০ নভেম্বর থেকে জেলায় ভ্রাম্যমান আদালত বসানো হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো.অাহমার উজ্জামান,সিভিল সার্জন ডা.মশিউল অালম,সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অানোয়ার হোসেন। এছাড়াও এসময় সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মো.মিজানুর রহমান, পুলিশ সুপার অাহমার উজ্জামান, সিভিল সার্জন ডাঃ মশিউল আলম সহ অতিথিরা উপস্থিত মানুষের মাঝে মাক্স বিতরন করেন।

Share this post

scroll to top