বর্তমান ফটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে বার্সেলোনায় থাকছেন কি না- এ নিয়ে জল্পনা চলছেই। সম্প্রতি আঁতোয়ান গ্রিজমান প্রসঙ্গ সাংবাদিকরা টেনে আনতেই মেসি সংবাদমাধ্যমে বলেন, ‘ক্লাবের সব সমস্যার কারণ আমি, এটা শুনতে শুনতে আমি ক্লান্ত।’ এরপরই মেসিকে সামনের মৌসুমে পাওয়ার আশা করছে অনেক ক্লাব।
শনিবার রাতে অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মেসির এমন মন্তব্য নিয়ে বার্সা কোচ রোনাল্ড কোমান বলেন, ‘মেসির এমন বিরক্তি প্রকাশের কারণ আমি জানি।’
এরপরই এই ডাচ কোচ তার জায়গা থেকে এর ব্যাখ্যা হিসেবে বলেন, ‘সে অনেক লম্বা একটি ভ্রমণ করে এসেছে। কিন্তু আসার পরই সঙ্গে সঙ্গেই তাকে প্রশ্ন করা হয়েছে যেটা অসম্মানজনক।’
মূলত গ্রিজমানের সঙ্গে বৈরি সম্পর্ক মেসির; এই আর্জেন্টাইনের জন্য বার্সায় নিজেকে মেলে ধরতে পারছেন না গ্রিজমান, এমন দাবি তুলেছিলেন গ্রিজমানের সাবেক এজেন্ট এরিক হোলহাতোস।
সেটি নিয়ে ছড়িয়ে পড়া বিতর্ক নিয়ে কোমান বলেন, ‘মেসিকে নিয়ে বিতর্ক তৈরি করার জন্য এটা পরিকল্পনা করেও করা হতে পারে। আমি ড্রেসিংরুমে এমন কিছু দেখিনি যা ইঙ্গিত দেয় যে তাদের মধ্যে সমস্যা আছে। আমি সমস্যা খুঁজে বের করা পছন্দ করি না। যে এসব বলেছে সে অনেক বছর ধরেই গ্রিজমানের সঙ্গে আর কাজ করে না।’