ময়মনসিংহ সদরের বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (শম্ভুগঞ্জ সেতু) থেকে ব্রহ্মপুত্র নদে লাফিয়ে পড়ে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর সুয়াইল গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
ময়মনসিংহের কোতোয়ালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া বলেন, নুরুল ইসলাম সকালের দিকে সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে যাই এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানাই। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে রহিমা নামে এক নারী এসে নিহত নুরুল ইসলামকে নিজের স্বামী বলে দাবি করেন।
রহিমার বরাত দিয়ে এসআই সোহেল মিয়া বলেন, চড়পাড়ার নগরীর একটি প্রাইভেট হাসপাতালে গত রাতে অপারেশন হয় রহিমার। সকালে নুরুল ইসলাম স্ত্রী রহিমাকে নাস্তা আনতে যাওয়ার কথা বলে বের হন। পরে আর ফিরে আসেননি। নিহতের আত্মীয়দের খবর দেয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।