চট্টগ্রাম সিটি ভোটের সিদ্ধান্ত ডিসেম্বরে

ডিসেম্বরে চট্টগ্রাম সিটি করপোরেশন ভোটের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এতথ্য জানান তিনি।

মো. আলমগীর বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে ডিসেম্বরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এসময় এমপি নিক্সনের বিষয়ে ইসি সচিব বলেন, তদন্ত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হয়েছে। সেখান থেকে আইন বিভাগে পাঠানো হয়েছে। যে পর্যবেক্ষণ এসেছে তা আইন অনুযায়ী নিরীক্ষা করা হবে। এরপরই ফরিদপুর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

Share this post

scroll to top