ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে মানুষের বিপুল পরিমাণ কঙ্কালসহ গ্রেফতার বাপ্পীকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আ. হাই এ আদেশ দেন।
শনিবার (১৪ নভেম্বর) রাত ২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার একটি বাসা থেকে বিপুল পরিমাণ কঙ্কাল উদ্ধার এবং বাপ্পী নামে এক যুবককে আটক করে। উদ্ধার করা কঙ্কালের মধ্যে ১২ টি মাথার খুলি ও ২ বস্তা দেহের হাড় রয়েছে।
এছাড়া প্রক্রিয়াজাত করার বিপুল কেমিকেলও উদ্ধার করা হয় বাপ্পীর কাছ থেকে। পরদিন রোববার (১৫ নভেম্বর) কোতোয়ালি মডেল থানায় বাপ্পী ও তার সহযোগী শাকিলকে আসামি করে মামলা করে পুলিশ।