নেত্রকোনায় মাস্ক ব্যবহার না করায় জরিমানা

নেত্রকোনায় মাস্ক ব্যবহারে সচেতনতার লক্ষে ভ্রাম্যমাণ আদালত শুরু করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবারের মতো নেত্রকোনা ময়মনসিংহ সড়কের সদর উপজেলার পারলা ব্র্যাক অফিসের সামনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় পুলিশ ফোর্স নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছেন উদ্দিন ও নারায়ন চন্দ্র বর্মন মোবাইল কোর্টের নেতৃত্ব দেন। এসময় ৫ জনকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছেন উদ্দিন ও নারায়ন চন্দ্র বর্মন বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে প্রথমে আমরা সবাইকে সচেতন করতে চাচ্ছি। এই লক্ষ্যেই শুরু হওয়া অভিযান অব্যাহত থাকবে। যেহেতু করোনা প্রভাব বেড়ে যাচ্ছে সে কারণে সকলকে মাস্ক ব্যবহারের আওতায় আসতে হবে। অন্যথায় আমরা কঠোর হতে বাধ্য হবো। এখন সবাইকে সতর্ক করছি। সে জন্যই নামে মাত্র সামান্য জরিমানা করা হচ্ছে।

Share this post

scroll to top