নোয়াখালীর চাটখিল উপজেলায় বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, অপ্রাপ্ত বয়স্ক কনে সুমাইয়া আক্তার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের তফদার বাড়ির আলি আহমদের মেয়ে। তার সাথে পার্শ্ববর্তী ইউনিয়নের এক যুবকের বাল্যবিয়ের আয়োজন করা হয়।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালে মোহাম্মদ মোসা দুপুর ২টার দিকে কনের বাড়িতে অভিযান চালায়। এসময় বাল্যবিয়ে বন্ধ করে বাল্যবিয়ে নিরোধ আইনে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও আবু সালে মোহাম্মদ মোসা জানান, বর আসার আগেই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিবাহ বন্ধ করে দেওয়া হয়। এসময় মেয়ের পরিবারের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয় মেয়েটির পূর্ণাঙ্গ বয়সের আগে যেন বিয়ে না দেওয়া হয়।