দ্বিতীয় পরীক্ষায়ও লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ’র করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে তাকে আইসোলেশনে থাকতে হচ্ছে।
২৮ বছর বয়সী মিশরের দ্বিতীয় সর্বোচ্চ এই গোলদাতার করোনায় আক্রান্তের খবর গত ১৩ নভেম্বর এক বিবৃতিতে জানায় মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।
প্রথম পরীক্ষার ফল নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় দ্বিতীয়বার সালাহর লালা পরীক্ষা করা হয়। চার দিনের মাথায় ওই রিপোর্টেও পজিটিভ এসেছে।
বর্তমানে মিশরে অবস্থান করছেন লিভারপুলের এই স্ট্রাইকার। দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ না হওয়ায় রবিবার প্রিমিয়ার লিগে লিস্টার সিটির বিপক্ষে রেডদের জার্সিতে দেখা যাবে না সালাহকে। খেলতে পারবেন না ক্লাবের পরের দুটি ম্যাচেও।
লিস্টারের ম্যাচের তিন দিন পর আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে লিভারপুল। পরে ২৮ নভেম্বর ইউরোপিয়ান মঞ্চে ব্রাইটনের মুখোমুখি হবে দলটি।