ঢাকাThursday , 19 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

করোনা: আবারও নিউইয়র্কের সব স্কুল বন্ধ ঘোষণা

Link Copied!

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

১৮ নভেম্বর নিউইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর রিচার্ড কারানজা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের সব স্কুল বন্ধ থাকবে এবং অচিরেই অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি শুরু করা হবে।’

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও বলেছেন, ‘এ সিদ্ধান্তে কেউ খুশি নন। আমরা আসলেই এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমি অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের প্রতি জোর দিয়ে বলতে চাই যে, খুব শিগগিরই আমরা ফিরে আসব।’
গত মার্চে করোনা প্রাদুর্ভাবের শুরুতে নিউইয়র্কের সব স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দুই মাস আগে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।
এখন করোনা সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় ফের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।

বিবিসির খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক শহরে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ মারা গেছেন। বসন্তে শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের করোনার প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ছিল।

সূত্র: বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।