ময়মনসিংহে হত্যা, চুরি, পুলিশ পরিচয়ে ছিনতাইসহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন ও মাদক উদ্ধারে সাফল্য অর্জন করায় সেরা কর্মকর্তা হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
মঙ্গলবার জেলা পুলিশের আয়োজনে কল্যাণ সভায় চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কার্যক্রমের উপর ভিত্তি করে কর্মকর্তাদের পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এ সময় সেরা কর্মকর্তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেন পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান।
আজ বুধবার দুপুরে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে ময়মনসিংহে কর্মক্ষেত্রে পারদর্শী ৫ পুলিশ কর্মকর্তাকে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ।
এতে সেরা অফিসার ইনচার্জ হিসেবে মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, মামলার রহস্য উদ্ঘাটনে ত্রিশাল থানার এসআই সুমন চন্দ্র রায়, ভালুকা থানার এসআই ইকবাল হোসেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে দ্রুত সেবা দেওয়ায় ফুলপুর থানার এসআই কবির আহমেদ, মাদক উদ্ধারে পাগলা থানার এএসআই মো. ছাইফুল ইসলাম সম্মাননা সনদ পান।
এ সময় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন, নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী ও শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এটাই এখন পুলিশের মৌলিক কাজ হয়ে দাঁড়িয়েছে।