ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণাকারী চক্রের ০৭ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১৪।
আটককৃতরা হলেন ১। মোঃ রুবেল মিয়া (৩০), পিতা- মৃত মিলন মিয়া, সাং- দ্বিতপুর, থানা- ঈশ্বরগঞ্জ, ২। মোঃ শিপন (২৮), পিতা- মোঃ হাসিম উদ্দিন, সাং-সাধুরগোলা, থানা- ঈশ্বরগঞ্জ, ৩। আমিনুল ইসলাম (২৫), পিতা- শামসুল আলম, সাং- খইয়েরচালা, থানা- ফুলবাড়ীয়া, ৪। আব্দুর রশীদ (৩৫), পিতা- মোতালেব, সাং- খইয়েরচালা, থানা- ফুলবাড়ীয়া, সর্বজেলা- ময়মনসিংহদের গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে সাক্ষীদের উপস্থিতিতে ১। স্বর্ণ সদৃশ নকল স্বর্ণের বার ১০ টি, ২। স্বর্ণ সদৃশ নকল স্বর্ণের হাতলযুক্ত চামচ ০২ টি, ৩। স্বর্ণ সদৃশ নকল স্বর্ণের হাতল ছাড়া চামচ ০১ টি, ৪। পপ্লাল মেটাল পলিশ ০১ টি, ৫। হাতলসহ এক্স বেøড ০১ টি, ৬। ড্রিল মেশিন ০১ টি, ৭। সিএনজি অটোরিক্সা ০১টি, ০৮। মোবাইল ০৫ টি উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ এলাকা হতে ১৮/১১/২০২০ ইং তারিখ সকাল অনুমান ০৬.৪৫ ঘটিকায় সংঘবদ্ধ চক্রের সদস্য ৫। মোঃ মোশাররফ হোসেন (৩২), পিতা- মৃত আব্দুল ছাত্তার, সাং- চরলক্ষীপুর, থানা-কোতোয়ালী, ৬। সাইফুল (৩৫), পিতা- হাসিম উদ্দিন, সাং- চর ঈশ্বরদিয়া (মেরী আগলা কান্দাপাড়া), থানা- কোতোয়ালী, ৭। মোঃ রাব্বিল হাসান (২৫), পিতা- মৃত রিয়াজ উদ্দিন, সাং- চরলক্ষীপুর, থানা- কোতোয়ালী, সর্বজেলা- ময়মনসিংহদের গ্রেফতার করতে সক্ষম হয়।