ঢাকাTuesday , 17 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মওলানা ভাসানী শাসকগোষ্ঠীর জুলুম-নির্যাতন-শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন

Link Copied!

মওলানা ভাসানী শাসকগোষ্ঠীর জুলুম, নির্যাতন, শোষণ, আধিপত্যবাদ, বর্ণবৈষম্যবাদ, উপনিবেশবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।

আজ ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ ভুমিহীন আন্দোলন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূমিহীন আন্দোলন এর সদস্য সচিব শেখ নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুমিহীন আন্দোলনের উপদেষ্টা ইকবাল আমেনী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশী,যুব শক্তির সদস্য সচিব মোঃ হাবিবুর রৃহমান, ভুমিহীন আন্দোলন এর মনোজ কুমার মন্ডল, শাহজাহান সিরাজ, রতন মোল্লাহ।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী শাসকগোষ্ঠীর জুলুম, নির্যাতন, শোষণ, আধিপত্যবাদ, বর্ণবৈষম্যবাদ, উপনিবেশবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। গণমানুষের মুক্তির জন্য সংগ্রাম করে মুক্তিকামী মানুষকে সংগঠিত ও নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাদেশের মুক্তি সংগ্রামের তিনি আদর্শ প্রতীক। মাওলানা ভাসানী ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের লক্ষ্যছিল শোষণহীন সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা।

তাঁরা বলেন, মাওলানা ভাসানী সহ অন্যান্য নেতারা যে সব রাজনৈতিক দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে গঠন করেছিলেন-সেই সব দলের বর্তমান নেতৃত্ব প্রতিষ্ঠাতাদের জন্ম-মৃত্যুবার্ষিকী পালনে অবহেলা, অনীহা করেন। ইতিহাস শিক্ষনীয় হয়-হস্তক্ষেপের বিষয় নয়। ইতিহাস বিকৃতি ও ইতিহাসে হস্তক্ষেপ খেয়ানতের সামিল। মাওলানা ভাসানী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি আলোকোজ্জ্বল অধ্যায়। তিনি ছিলেন নেতাদের নেতা।

সভায় বক্তাগন বলেন, শুধু মাওলানা ভাসানীকে স্বরণ নয় তার আদর্শকে ধারণ করে দেশ গঠনের কাজে এগিয়ে যেতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।