ঢাকাTuesday , 17 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

Link Copied!

ffরাষ্ট্রীয় মর্যাদায় ময়মনসিংহের ভালুকা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ওয়াইজ উদ্দিনের (৯৫) দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামের ঈদগা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিনের নেতৃত্বে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শকসহ একদল পুলিশ মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।

এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মরহুমের জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

মরহুম বীর মুক্তিযোদ্ধা ডা. ওয়াইজ উদ্দিন ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বরাইদ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে ভালুকা উপজেলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান দৈনিক অধিকারকে জানান, সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৩টা ২৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করে এই বীর মুক্তিযোদ্ধা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।