প্লেয়ার্স ড্রাফটের প্রায় সপ্তাহখানেক আগেই করোনা আক্রান্ত হন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপরও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তাকে দলে ভেড়ায় জেমকন খুলনা। এমন ভরসার প্রতিদান পেলো দলটি। প্রাণঘাতি ভাইরাস থেকে মুক্ত হলেন ময়মনসিংহের এই ক্রিকেটার। খেলতে পারবেন আসন্ন টুর্নামেন্টের শুরু থেকেই।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার উদ্দেশে গত ৬ নভেম্বর করোনা টেস্ট করালে পজিটিভ হন রিয়াদ। এর পরের দিনও একই ফলাফল আসলে মুলতান সুলতানসে যোগ দেয়া হয়নি তার। অবশেষে আজ (মঙ্গলবার) এই অলরাউন্ডারের করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ বলেন, ‘গতকাল (১৬ নভেম্বর) রিয়াদ কোভিড টেস্টে অংশ নেয়। মঙ্গলবার (আজ) হাতে রিপোর্ট পেলাম। এবারের ফলাফল নেগেটিভ। এখন খেলতে পারবে। কোন সমস্যা নেই। তার শারীরিক অবস্থা কেমন তা জানিনা। আমরা ওকে মাঠে নামার ছাড়পত্র দিয়েছি।’