কিশোরগঞ্জে অবস্থিত বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড তানযীমুল মাদারিসিল কওমিয়া আল-আরাবিয়া, তাদের বোর্ডের শিক্ষাকার্যক্রমকে আরো জোরদার ও শক্তিশালী করতে ও কওমী মাদ্রাসা শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলা জোন কমিটি গঠন করেছে।
আজ (১৭নভেম্বর) মঙ্গলবার দুপুর পৌনে ১টায়,ময়মনসিংহের নগরীর চরপাড়াস্থ জামিয়া ইসলামিয়ায়,তানযীমের কেন্দ্রীয় দায়িত্বশীলগণের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
জামিয়া ইসলামিয়া সেহড়া মোমেনশাহীর মুহতামিম মাওলানা আনোয়ারুল হকের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,বোর্ডটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাব্বির আহমদ রশিদ,পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা এমদাদুল্লাহ্,দফতর সম্পাদক মাওলানা লুৎফুর রহমান,আল্লামা আনোয়ার শাহ্ রহ.এর ছেলে মাওলানা আঞ্জার শাহ্ এবং বোর্ডের আরেক দায়িত্বশীল মাওলানা উবাইদুল্লাহ্ প্রমুখ।
এর আগে সকাল ১১টায় মাদ্রাসার বৈঠক কক্ষে ময়মনসিংহের কয়েকজন শীর্ষ আলেমের উপস্থিতিতে ময়মনসিংহ জেলা জোন কমিটি গঠন নিয়ে,কওমী মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমকে আরো সুচারুরূপে আঞ্জাম দেওয়ার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
পরে দুপুর পৌনে ১টায,জামিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা আনোয়ারুল হককে সভাপতি, মুফতি আহমদ আলী,মাওলানা দেলাওয়ার হুসাইন,মাওলানা তাজুল ইসলাম কাসেমী এবং মাওলানা আমিনুল হক’কে সহ সভাপতি, মাওলানা নূর আহমদ কাসেমকে সম্পাদক, মুফতি ইসমাইল ইবরাহিমকে সাংগঠনিক সম্পাদক,মাওলানা মফিজুল ইসলামকে প্রচার সম্পাদক ও মাওলানা আব্দুল কাইয়ুম সালেহকে দফতর সম্পাদক করে ময়মনসিংহ জোন কমিটি ঘোষণা করা হয়।