১১ বছর বয়সেই মারুফের জীবনে নেমে এসেছে অন্ধকার

বয়স মাত্র ১১ বছর। এই বয়সেই অন্ধকার নেমে এসেছে শিশু মারুফের জীবনে।

সাভারের আশুলিয়ার নরসিংহপুরের বাংলাবাজার ইটখোলা এলাকার ৫ম শ্রেণির এই মেধাবী শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত। তাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার।

গত চার মাস আগে মারুফ অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করলে জানা যায় সে ক্যান্সারে আক্রান্ত।

মারুফের বাবা চাঁদপুর জেলার যাফ্রাবাজ গ্রামের মোঃ মালেক মাঝি অসুস্থ ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বর্তমানে তিনি আশুলিয়ার বাংলাবাজার ইটখোলা এলাকার বাসেক মন্ডলের বাড়িতে পরিবারসহ ভাড়ায় থাকছেন।

দিন মজুর বাবা ও গার্মেন্টস কর্মী মা শাহনাজ বেগম ছেলের চিকিৎসা চালাতে গিয়ে এখন নিঃস্ব। এমনকি ছেলের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করতে গিয়ে শেষ পর্যন্ত চাকরিও হারিয়েছেন মা। এখন নিজেরাই মানবেতর জীবন-যাপন করছেন। এ অবস্থায় তারা সন্তানকে বাঁচাতে বিত্তবানদের প্রতি সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।

বিকাশ নম্বর ০১৩০৬-৯৬৯২১৬। মোসাঃ শাহানাজ বেগম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ১১১৫১২১৩০৪০৬৭৬৯, মার্কেন্টাইল ব্যাংক লিঃ, আশুলিয়া থানা শাখা।

Share this post

scroll to top