ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এসি থেকে এজলাসের রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
আজ (১৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল অফিসে দায়িত্বরত আনিসুর রহমান।
তিনি জানান, আগুন লেগেছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ২টি ইউনিট পাঠানো হয়েছে। আদালতের এসি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।