প্রাইমারির মতো সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি করছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।
শিক্ষকরা বলেন, ২০১৩ সালে সরকার ২৬১৯৩ টি বেসরকারি প্রাথমিক স্কুল জাতীয়করণ করে। কিন্তু দুঃখের বিষয় আমাদের এখনও জাতীয়করণ করা হয়নি। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকতার ৩৬ বছর ধরে বেতন-ভাতা হতে বঞ্চিত। তারা মানবেতর জীবনযাপন করছেন। তাই মুজিববর্ষে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হোক।
এ সময় তারা কিছু দাবি তুলে ধরেন। দাবি হচ্ছে-প্রাইমারির মতো সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা মুজিববর্ষ ও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মহাসমাবেশের মাধ্যমে জাতীয়করণের ঘোষণা করা হোক। কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্ত করা হোক। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা ২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক ১ জনের পরিবর্তে এইচএসসি পাশে একজন অন্তর্ভুক্ত করা হোক। প্রাইমারির মতো অফিস সহায়ক নিয়োগ দেওয়া হোক। পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক। ভবন নির্মাণ করা হোক। স্থায়ী রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করতে হবে।