আন্দোলনের নামে জ্বালাও পোড়া সহ্য করা হবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু আগুন সন্ত্রাসীদের নয়, যারা অর্থযোগান দিচ্ছে সেই সন্ত্রাসীদেরও খুঁজে বের করা হচ্ছে। আন্দোলনের নামে জ্বালাও পোড়া সহ্য করা হবে না। জ্বালাও পোড়ার রাজনীতি করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

রোববার দুপুরে (১৫ নভেম্বর) এনএস কলেজ অডিটোরিয়ামে নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘দলের দুঃসময়ের নেতা-কর্মীদের মূল্যায়ন করুন। কোনো হাইব্রিডদের দলে জায়গা দেবেন না। দলীয় অভ্যন্তরীণ কোনো কোন্দল থাকলে তা নিরসন করে নেবেন।’

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এতে সভাপতিত্ব করেন। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আক্তার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top