ইথিওপিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় নিহত ৩৪

ইথিওপিয়ার পশ্চিমে একটি যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। রোববার দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।

দ্য ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাতে বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলে এই হামলার ঘটনা ঘটেছে। ‘হতাহতের ধারণাকৃত সংখ্যা এখন ৩৪, এটি আরও বাড়তে পারে।’

কমিশনের এক মুখপাত্র হতাহতদের সবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ইএইচআরসি জানিয়েছে, ডিবেট প্রশাসনিক এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। তিনটি ভিন্ন এলাকায় একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। হামলাকারী আশ্রয়ের খোঁজে পালিয়ে বেড়াচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার বেনিশাঙ্গুল-গুমুজ এলাকায় সাম্প্রতিক সহিংসতার বিষয়ে খুব কম তথ্য সরবরাহ করছে।

Share this post

scroll to top