বাসের ধাক্কায় ময়মনসিংহের বৃদ্ধ নিহত

Accidentবাসের ধাক্কায় ময়মনসিংহের মুক্তাগাছার কুমারগাইন এলাকার বাসিন্দা তারা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার সালনা এলাকার গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি সালনা এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন জানান, সকালে সালনা এলাকায় সড়ক পার হচ্ছিলেন তারা মিয়া। এ সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সিসিটিভির ফুটেজ দেখে বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

Share this post

scroll to top