অরাজনৈতিক সংগঠন হেফাজতের নবনির্বাচিত মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমী তার রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম ছাড়ার ঘোষণা দিয়েছেন।
আজ রোববার হেফজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হয়ে তিনি এ ঘোষণা দেন,তিনি জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব হিসেবে দায়িত্বরত আছেন।
এরআগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন হেফাজতের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার শিক্ষাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার পরিচালক ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।
দুপুর ২টা ১০মিনিটের দিকে সম্মেলনের সভাপতি হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ ঘোষণা দেন। একই সাথে হেফাজতের ১৫১ জনের কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়।
নবনির্বাচিত আমীরের পক্ষ থেকে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে জানানো হয়।