আহম্মদ শফিকে পরিকল্পিতভাবে হত্যায় বিচার বিভাগীয় তদন্তের দাবি

আহম্মদ শফিচট্টগ্রামে আগামীকাল রোববার হেফাজত ইসলামের কাউন্সিল বন্ধ ও আমির আহম্মদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সংগঠনটির একাংশ।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আহম্মদ শফির শ্যালক মো. মঈন উদ্দিন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী জানান, জামায়েত ইসলামকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ও তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এ কাউন্সিল করা হচ্ছে।

কাউন্সিল বন্ধের দাবি জানিয়ে তিনি আরও বলেন, কিছুসংখ্যক উচ্চবিলাসী ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে মরিয়া হয়ে ওঠেছে কতিপয় ব্যক্তি।

তিনি বলেন, নেতৃবৃন্দ আগামীকাল পর্যন্ত পরিস্থিতি দেখবেন। পরে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে।

Share this post

scroll to top