মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

দুর্ঘটনা-Accident

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার খালিশপুর বাসস্ট্যান্ডে ঢাকাগামী বাসের ধাক্কায় জীবননগর উপজেলার আব্দুল হামিদের ছেলে মামুনুর রশিদ (৩০) নিহত হন। অপরদিকে উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের জানলাকাটা ব্রিজের পাশে গরু বোঝায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ঝিনাইদহ সদরের হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের গরু ব্যবসায়ী সবুজ হোসেন (৩২) নিহত হন। তিনি আবুল হোসেনের ছেলে। দুর্ঘটনায় গাড়িতে থাকা দু’টি গরু মারা গেছে।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, খালিশপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় মামুনুর রশিদ নামের একজন নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করে মহেশপুর থানায় আনা হয়েছে এবং সেজিয়া এলাকায় ঝিনাইদহের একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share this post

scroll to top