ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Accident-Mymensinghঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী ব্রীজের কাছে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে একটি মাহেন্দ্রর সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ সদরের বেলতলী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ময়মনসিংহগামী একটি মাহেন্দ্র সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুই মাহেন্দ্র যাত্রীর মৃত্যু হয়।

এসময় আহত আরও তিন যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে এবং বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Share this post

scroll to top