ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ চামড়া বাজার এলাকায় তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তুলার মিলের মালিক মোতালেব মিয়া বলেন, ‘ঋণ করে কিছুদিন আগে মিল দিয়েছি। মিলে পাঁচ ট্রাক তুলা ছিল। সব পুড়ে গেছে। এছাড়া তুলা কাটার তিনটি মেশিন ছিল। সেগুলোও পুড়েছে। এমনভাবে পুড়েছে যে, তাতে মিলের ভেতরে এক টাকার মালামালও অবশিষ্ট নেই। আমি নিঃস্ব হয়ে গেছি।’
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শ্রমিকরা মিলে কাজ করার সময় হঠাৎ ভিতরে আগুন লাগে। শ্রমিকরা তাড়াহুড়া করে মিলের টিনের বেড়া কেটে বের হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট নয়।