করোনা সচেতনতায় ‘মাস্ক নাই তো সেবা নাই’ প্রচারে ময়মনসিংহ জেলা পুলিশ

প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আসন্ন শীতকালে কোভিড-১৯-এর সম্ভাব্য পুনরাবৃত্তি রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ময়মনসিংহ জেলা পুলিশ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরন করেছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় মোড়ে জেলা পুলিশের কর্মকর্তারা পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরন করেছেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, মোহাম্মদ শাহজাহান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান ও পুলিশ পরিদর্শক দুলাল আকন্দসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

Share this post

scroll to top