বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব-আল-হাসানকে সামনে দেখে ভক্তদের আবেগ প্রবণ হওয়া অস্বাভাবিক কিছু নয়। এ রকমই আবেগ প্রবণ হয়ে পড়েছিল তার এক ভক্ত।
বেনাপোল চেকপোস্টে সাকিব-আল-হাসানকে দেখে সেক্টর নামে এক ভক্ত দৌড়ে তার ছবি তুলতে যান। কিন্তু সাকিব-আল-হাসান ভক্তের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। ঘটনাটি ঘটেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে।
বৃহস্পতিবার দুপুরে সাকিব-আল-হাসান ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল আসেন।
বেনাপোল আসার পর তিনি বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় তারই এক ক্রিকেট ভক্ত দৌড়ে ছবি তুলতে যান। এ সময় সাকিব-আল-হাসান তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন।
সাকিবভক্ত মোহাম্মদ সেক্টরের কাছে কী ঘটেছে জানতে চাইলে বলেন, আমি সাকিব-আল-হাসানের একজন ভক্ত। সামনা সামনি কখনো তাকে দেখিনি। বেনাপোল চেকপোস্ট থেকে নিজেকে আর সামলাতে না পেরে তার সাথে একটা সেলফি তুলতে চাওয়া কি আমার অপরাধ? তিনি আমার ফোনটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেন। এতে আমার ফোনটি ভেঙে নষ্ট হয়ে গেছে।
এই ঘটনায় বেনাপোলে সাকিব ভক্তদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব-আল-হাসান এক বিশেষ কাজে ভারতে যাচ্ছেন। আগামীকাল শুক্রবার আবার তিনি বেনাপোল হয়ে দেশে ফিরে আসবেন। তবে বেনাপোলে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে।