শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু হবে না কি ছুটি আরও বাড়ানো হবে তা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। দু’এক দিনের মধ্যে এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
বুধবার (১১ নভেম্বর) করোনাকালীন অনলাইন শিক্ষা কার্যক্রম বিষয়ক জরিপের ওপর এক আলোচনায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এ মাসের ১৪ তারিখ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছি। ১৫ তারিখ থেকে খুলবে কি না, না কি এই ছুটি আরও বাড়বে, কিংবা কোনো কোনো ক্লাসের জন্য আমরা সীমিত আকারে শুরু করতে পারবো- এসব বিষয়গুলো নিয়ে এখনও কাজ করছি। ১৪ তারিখের আগে চেষ্টা করবো জানিয়ে দিতে।’
সংকটের মধ্যেও পড়াশোনা চালিয়ে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তার মধ্যে আমরা চেষ্টা করছি। এই চেষ্টা চালিয়ে যেতে হবে, এটিকে আরও কত ভালো করা যায়, কারণ করোনা কতদিনে যাবে, কতদিনে সত্যিকার অর্থে আমরা আসলে শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি খুলে দিতে পারবো, সে বিষয়গুলো কিন্তু এখনও অনিশ্চিত।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘সামনেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে। সেগুলো নিয়েও আমরা বিভিন্নভাবে ভাবছি। কী করে তাদের পরীক্ষার আগে সিলেবাস পুরোপুরি শেষ করা যায়।’
বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের আয়োজনে অনলাইন আলোচনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং আয়োজক সংগঠনের সভাপতি মোস্তফা মল্লিক ও সাধারণ সম্পাদক এসএম আব্বাস বক্তব্য রাখেন।