মাশরাফি থাকলে পঞ্চপাণ্ডবের কোটা পূরুণ হয়ে যেত। কিন্তু তা হচ্ছে না। আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপে পাঁচ দলের জন্য পাঁচ আইকন ঠিক করা হয়েছে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীমের সঙ্গে অপর আইকন হিসেবে যুক্ত হয়েছে পেসার মোস্তাফিজুর রহমান।
বুধবার বিসিবির সিইও নিজামউদ্দিন সুজন নিশ্চিত করেছেন, চোটের কারণে ড্রাফটে নেই মাশরাফি। ফলে আইকন হিসেবে থাকার প্রশ্নই আসছে না তার। চোট সারলে কোনো দল যদি চায়, সে ক্ষেত্রে খেলতে পারবেন তিনি।
ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হবে প্লেয়ার্স ড্রাফট। চারটি গ্রেড এ, বি, সি, ও ডিতে মোট জায়গা পেয়েছেন ১৫৭ জন ক্রিকেটার। এ গ্রেডে পাঁচ আইকন পাবেন ১৫ লাখ টাকা। বি গ্রেডে ১০ লাখ টাকা, সি গ্রেডে ৬ লাখ, ডি গ্রেডে চার লাখ টাকা।
প্রতি দল নিতে পারবে সর্বোচ্চ ১৬ জন করে ক্রিকেটার। টুর্নামেন্টে অংশ নেবে ৫টি দল। দেশের ৫ বিভাগের প্রতিনিধিত্ব করবে ৫টি দল। স্পন্সরের সঙ্গে মিলিয়ে দলগুলির নাম ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।
ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় ড্রাফটে জায়গা পাননি বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম একসময় জাতীয় দলের নিয়মিত মুখ নাসির হোসেন, সোহাগ গাজী ও ইলিয়াস সানি।
ফিটনেস পরখ করা হয়েছে বিপ টেস্ট দিয়ে। ন্যূনতম মানদণ্ড ধরা হয়েছিল ১১। বুধবার আলাদা করে ফিটনেস পরীক্ষা দিয়ে সেই মানদণ্ড ছুঁতে পারেননি সাকিব আল হাসান। তারপরও ড্রাফটে আছেন সাকিব। এর পেছনে কারণ হিসাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানান, ‘সাকিব আল হাসানও আজকে দিয়েছে (ফিটনেস পরীক্ষা)। আমাদের স্ট্যান্ডার্ডের একদম কাছেই আছে। আমাদের ট্রেনাররা যথেষ্ট সন্তুষ্ট ওর ফিটনেস নিয়ে। আশা করি, খেলোয়াড়রা এই ধারাবাহিক উন্নতির প্রক্রিয়াতেই থাকবে ফিটনেসে, সবার পারফরম্যান্সে যথেষ্ট উন্নতি হবে।’
চোটের কারণে ফিটনেস পরীক্ষা দিতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। তাকেও রাখা হয়নি ড্রাফটে। তবে মাশরাফির সুযোগ শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।
গ্রেড ‘এ’ (১৫ লাখ টাকা)
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান।
গ্রেড ‘বি’ (১০ লাখ টাকা)
লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, আল আমিন হোসেন, নাজমুল হেসেন শান্ত, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মেহেদি হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, ইরফান শুক্কুর, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
গ্রেড ‘সি’ (৬ লাখ টাকা)
হাসান মাহমুদ, সাব্বির রহমান, আবু হায়দার, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলি রাব্বি, রনি তালুকদার, সুমন খান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, সাইফ হাসান, জাকের আলি, মেহেদি হাসান রানা, আরাফাত সানি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ।
গ্রেড ‘ডি’ (৪ লাখ টাকা)
শাহরিয়ার নাফীস, আরিফুল হক, জুনায়েদ সিদ্দিক, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম, নাজমুল ইসলাম অপু, সাদমান ইসলাম, এনামুল হক জুনিয়র, নাবিল সামাদ, মনির হোসেন খান, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, মোহাম্মদ আশরাফুল, মেহেদি মারুফ, নাঈম ইসলাম, তানবীর হায়দার, জুবায়ের হোসেনসহ মোট ১০৮ ক্রিকেটার।