বিমানের সিলেট-কক্সবাজার ফ্লাইট কাল থেকে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-কক্সবাজারে আগামীকাল বৃহস্পতিবার থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।

বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন থেকে প্রতি মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিট ও বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে।

আর কক্সবাজার থেকে সিলেটে সপ্তাহে দুদিন যথাক্রমে রোববার দুপুর ১২টা ৫ মিনিট এবং মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাবে।

প্রোমোকোড INPRO15 ব্যবহার করে যাত্রীরা ১৫ শতাংশ ছাড়ে এই রুটে বিমানের টিকেট কিনতে পারবেন বলেও জানান তাহেরা খন্দকার।

Share this post

scroll to top