করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক ও তার স্ত্রী। আপাতত দু’জনেই বাড়িতে আইসোলেশনে আছেন। কোভিড পজেটিভ হওয়ায় অনুষ্ঠেয় বঙ্গবন্ধু টি-২০ কাপে অনিশ্চিত হয়ে গেলো মুমিনুলের খেলা।
এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন মাহমুদুল্লাহ।
মুমিনুলের করোনা আক্রান্তের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।
তিনি জানান, কোভিড-১৯ পজেটিভ হলেও মুমিনুলের উপসর্গ খুবই মৃদু। সে সুস্থ আছে।
প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডে টুর্নামেন্টে খেলেছেন মুমিনুল। এরপর থেকে নিয়মিত প্র্যাকটিস করতেন মিরপুরে। এখন বাড়িতেই থাকতে হবে তাকে। একই কারণে আইসোলেশনে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। করোনার কারণে তিনি খেলতে পারছেন না পাকিস্তান সুপার লিগ।
জাতীয় ক্রিকেটারদের মধ্যে এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন অপু, সাইফ হাসান ও আবু জায়েদ চৌধুরি।