অভিধানে জায়গা পেলো ‘লকডাউন’

করোনার প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে যে কয়টি শব্দ সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ‘লকডাউন’। বহুল ব্যবহারের কারণে চলতি বছর কলিন্স ডিকশনারি তাদের নতুন সংস্করণে এই শব্দটিকে অন্তর্ভূক্ত করেছে।

অভিধানলেখকরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার করোনার বিস্তার রোধে লকডাউন কার্যকর করেছিলেন। তাই লকডাউন শব্দটি বিশ্বের মানুষের কাছে পরিচিত।

প্রকাশক হারপার কলিন্স বলেছেন, ‘এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অভিজ্ঞতাকে সমন্বিত করেছে, যারা কোভিড-১৯ এর বিস্তারকে মোকাবেলায় সম্মিলিতভাবে তাদের ভূমিকা পালন করেছে।’

চলতি বছর করোনার কারণে লকডাউন ছাড়া আরও পাঁচটি শব্দ কলিন্সের অভিধানে যুক্ত হয়েছে। এগুলো হচ্ছে-করোনাভাইরাস, স্যোশাল ডিসট্যান্সিং (সামাজিক দূরত্ব), সেল্ফ আইসোলেট (স্ব-বিচ্ছিন্ন), ফারলফ (সাময়িক ছুটি), কি ওয়ার্কার (প্রধান কর্মী)

কলিন্সের ভাষা বিষয়ক পরামর্শক হেলেন নিউস্টিড বলেছেন, ‘২০২০ সালের ওপর আধিপত্য চালিয়েছে বৈশ্বিক মহামারি। আমাদের কাজ, শিক্ষা, দোকান ও সামাজিকতার ওপর প্রভাব ফেলেছে লকডাউন।’

Share this post

scroll to top