অস্ট্রেলিয়া-ভারত টেস্টে ফিরছে দর্শক

করোনাভাইরাস মহামারির সংক্রমণ নিম্নমুখী হওয়ায় অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বোর্ডার গাভাস্কার ট্রফিতে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি মিলেছে। চার টেস্টের এই সিরিজে দর্শক সংখ্যাও নির্ধারণ করে দিয়েছে ক্রিকেটে অস্ট্রেলিয়া। ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই দেশের মধ্যে প্রথম দিবারাত্রির টেস্টে অ্যাডিলেড ওভালে ধারণক্ষমতার ৫০ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ২৭ হাজার দর্শক গ্যালারিতে থাকতে পারবে।

ভারতের এই লম্বা সফর শুরু হবে তিনটি ওয়ানডে দিয়ে। এছাড়া সমসংখ্যক টি-টোয়েন্টিও খেলবে দুই দল। টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা। সীমিত ওভারের ম্যাচগুলোতে না হলেও টেস্টে গ্যালারিতে দর্শক থাকার কথা ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, ‘প্রথম দিবারাত্রির টেস্টের প্রত্যেক দিনের জন্য অ্যাডিলেড ওভালে ধারণক্ষমতার ৫০ শতাংশ অর্থাৎ ২৭ হাজার টিকিট ছাড়া হবে।’

২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টেও দর্শক ঢুকতে দেওয়া হবে। ভিক্টোরিয়ান সরকার স্টেডিয়ামটির ধারণক্ষমতার ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। সিরিজের এই দ্বিতীয় ম্যাচটি দেখতে পারবেন সর্বোচ্চ ২৫ হাজার ক্রিকেট ভক্ত। আর ব্রিসবেনে চতুর্থ টেস্টে ৩০ হাজার দর্শক থাকতে পারবেন, যা ধারণক্ষমতার ৭৫ শতাংশ।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে দুই দলের তৃতীয় টেস্ট। ৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ম্যাচে গ্যালারির মোট ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শকদের জন্য ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিক এই গোলাপি টেস্টে স্টেডিয়ামে থাকবেন ২৩ হাজার দর্শক।

Share this post

scroll to top