ঢাকাMonday , 7 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভেনেজুয়েলায় দেশ ছেড়ে পালালেন মাদুরোবিরোধী বিচারপতি

Link Copied!

ভেনেজুয়েলায় একতরফা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মাদুরো প্রেসিডেন্ট হওয়ার প্রতিবাদে দেশ ছেড়েছেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টিয়ান জেরপা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে প্রকাশ তিনি যুক্তরাষ্ট্রে গেছেন।

রয়টার্স আরো জানিয়েছে, ক্রিস্টিয়ান জেরপা একসময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত ছিলেন। কিন্তু গত বছর অনুষ্ঠিত একতরফা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মাদুরো প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি।

ক্রিস্টিয়ান জেরপা যে দেশ ছেড়ে পালিয়েছেন, সেই তথ্যের সত্যতা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। তবে বিবৃতিতে ক্রিস্টিয়ান জেরপাকে সাবেক বিচারপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ক্যাবল ও ইন্টারনেটে সম্প্রচারিত টিভি ইভিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জেরপা বলেছেন, ‘আমি নিকোলাস মাদুরোর সরকারকে অস্বীকার করতে ভেনেজুয়েলা ছেড়ে যাচ্ছি।’

‘আমি বিশ্বাস করি মাদুরো দ্বিতীয় বার সুযোগ পেতে পারেন না। কারণ তিনি সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে জয়লাভ করেননি’, বলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।