এক বছর পর ‘হোম অব ক্রিকেটে’ সাকিব

এক বছরেরও বেশি সময় পর সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

চলতি মাসের শেষে শুরু হওয়া পাঁচ দলের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে ফিটনেস পরীক্ষার জন্য সকালে ‘হোম অব ক্রিকেট’ অর্থাৎ মিরপুর স্টেডিয়ামে দেখা গেল বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিবকে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব নিষেধাজ্ঞা পেয়েছিলেন ২০১৯ সালের ২৯ অক্টোবরে। এরপর থেকেই মাঠে অনুপস্থিত ছিলেন তিনি।

সম্প্রতি শেষ হয়েছে সাকিবের ওপর আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ। এবার মাঠে নামার পালা। তবে তার আগে সাকিবকে পাস করতে হবে ফিটনেস পরীক্ষায়। দিতে হবে বিপ টেস্ট। মঙ্গলবার বিপ টেস্ট দিবেন তিনি।

এই অলরাউন্ডার জানান, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে ক্যারিবীয় প্রিমিয়ার লীগে খেলেছিলেন সাকিব।

আগামী বছরের শুরুর দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজে অংশ নেয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব আল হাসান।

Share this post

scroll to top