রাজধানীতে ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেফতার

রাজধানীতে পুলিশের এক এএসআইসহ দু’জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে গেণ্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮টি ইয়াবাসহ তাদের গ্রেফতারের পর গেণ্ডারিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব-১০ এর একটি দল।

গ্রেফতারকৃত এএসআই মোঃ আজিজ যাত্রাবাড়ী থানায় কর্মরত। আর অন্যজনের নাম মোঃ রাজ্জাক।

গেণ্ডারিয়া থানার ওসি সাজু মিয়া বলেন, আজিজের কাছে ১০০টি এবং রাজ্জাকের কাছে ৪৮টি ইয়াবা পাওয়ার কথা র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গেণ্ডারিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

Share this post

scroll to top