অন্য সময়ের তুলনায় এখন বেশ খানিকটা কঠোর অবস্থানেই মনে হচ্ছে বাফুফে সভাপতিকে। ৩ অক্টোবরের নির্বাচনে জয়ের পরই তা স্পষ্ট করে দিয়েছেন। রোববার বাংলাদেশ -নেপাল ফিফা প্রীতি ম্যাচকে ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনেও কড়া সুরে কথা বললেন কাজী সালাউদ্দিন। ১৩ ও ১৭ নভেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই ফিফা প্রীতি ম্যাচ।
সংঙ্গত কারনেই এই দুই ম্যাচে লাল সবুজদের কাছে জয় চাইবেই সবাই। বাফুফে সভাপতির মুখেও সে প্রত্যাশা। সে সাথে তিনি ফুটবলারদের মনে করিয়ে দেন, এবার দেবার পালা খেলোয়াড়দের। জানান, ‘আমাদের পক্ষ থেকে সব সাপোর্টই দিয়ে যাচ্ছি। সকালেও কোচ কিছু চাহিদার কথা জানায় ফুটবলারদের জন্য। আমি আশ্বাস দিয়েছি তা পূরন করা হবে। কিন্তু মাঠে যে জয় তা পেতেতো খেলতে হবে ফুটবলারদেরই।’
নিজের খেলোয়াড়ী জীবনের উদহারন টেনে সালাউদ্দিন বলেন, ‘আমি দুই দিন আগে অনুশীলনে গিয়ে দেখলাম এখন ফুটবলাররা যে জার্সী পরে অনুশীলন করে, আমরা সে জার্সী গায়ে দিয়ে খেলতেও পারিনি জাতীয় দলে। আমাদের অনুশীলনে জুটতো দুটি ফুটবল। একটি প্র্যাকটিসের জন্য। অপরটি ম্যাচ বল। আর এখন ফুটবলারদের অনুশীলনে হাজার হাজার বল। একাধিক জার্সী।’ যোগ করেন, ‘আমরা বাংলাদেশ দলের জন্য ফুল কোচিং স্টাফ দিয়েছি। কোনো কিছুরই কমতি রাখিনি।
এখন সময় এসেছে ফুটবলারদের দেয়ার। মোট কথা আমরা যতোই করি না কেন মাঠে খেলতে হবে ফুটবলারদেরই।’
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষে এই দুই ফিফা প্রীতি ম্যাচের সিরিজ। নাম ও দেয়া হয়েছে মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ। করোনার তীব্র ঝুঁকির মধ্যেই এই আয়োজন। বাংলাদেশ দলকে ইতোমধ্যে দুই দফা করোনা টেস্ট করানো হয়েছে। তাদের ১০ ও ১৪ নভেম্বরে আরো দুই দফা করোনা টেস্ট করানো হবে। একই সিডিউলে নেপাল দলেরও হবে করোনা টেস্ট পরীক্ষা। রোববার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
দুই ম্যাচই মাঠে গড়াবে বিকেল পাঁচটায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি। অন্য আরেকটি টিভি চ্যানেলও তা দেখাবে। ম্যাচ দুটি দেখতে যে আট হাজার দর্শককে মাঠে প্রবেশ করতে দেয়া হবে। তাদের ১০০ টাকা সাধারণ গ্যালারীর এবং ৫০০ টাকা দিয়ে ভিআইপি গ্যালারীর টিকিটি কাটতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয় এই তথ্য।