পঞ্চগড় থেকে হিমালয়ের দূরত্ব খুবই কাছাকাছি। দূরত্ব কম হওয়ায় এই জেলায় প্রতি বছরের ন্যায় এবারো আগে ভাগে শীত জেঁকে বসেছে। প্রতিদিন সকালে হালকা কুয়াশা ও হিমেল বাতাসে প্রকৃতিতে শীতের আমেজ বৃদ্ধি পাচ্ছে। শীতের কারণে জেলার সাধারণ মানুষ গরম কাপড় পড়তে শুরু করেছে। রোববার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে মানুষকে শীতের কাপড় পরতে দেখা যায়।
পঞ্চগড় জেলা সরেজমিন ঘুরে দেখা যায়, প্রতিদিন বিকেলে কুয়াশা ও হিমেল বাতাসে দারুণ শীতের অনুভূতি লাগে। জেলায় অনেক মানুষ গরম কাপড়-চোপড় পরতে শুরু করেছে। রাস্তা-ঘাটে ও হাট-বাজারে সাধারণ মানুষ জ্যাকেট, সোয়েটার বা চাদর পরে বাসা বাড়ি থেকে বের হচ্ছে।
কবির নামে এক রিকশাচালক বলেন, আজ গত দিনের চেয়ে বেশি শীত মনে হচ্ছে। কুয়াশা পড়ার কারণে বাইরে মানুষজন কম বের হচ্ছে। সকাল ও বিকেলে শরীরে অনেক শীত লাগে তাই আমি গরম কাপড় পরে বের হয়েছি।
তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এখান থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়াই এখানে শীত দেশের অন্য এলাকার তুলনায় একটু আগেই শুরু হয়।