ক্রীড়াঙ্গণে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। এবার টাইগার শিবির থেকে দুঃসংবাদ আসলো। এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার আগে কোভিড টেস্টে এমন ফলাফল পান এই অলরাউন্ডার। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
সবকিছু ঠিক থাকলে আজ (৮ নভেম্বর) সকালের ফ্লাইটে পাকিস্তান যেতেন রিয়াদ। পিএসএলে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল তার। সেখানে জায়গা পান মঈন আলির বদলি হিসেবে। করোনা আক্রান্ত হয়ে এখন আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও অনিশ্চিত ময়মনসিংহের এই ক্রিকেটার।
গণমাধ্যমকে রিয়াদ বলেন, ‘পাকিস্তান যাওয়ার লক্ষ্য নিয়ে ৬ তারিখ প্রথম কোভিড টেস্টে অংশ নেই। পজিটিভ আসার পর চমকে গেছি। দ্বিতীয়বার পরীক্ষা করালেও একই ফল আসে। এমনিতেই ঠিকঠাক আছি। কোনো উপসর্গ নেই। দুই দিন আগে একটু ঠাণ্ডা লেগেছে। সেটা তেমন কিছু নয়। আপাতত আইসোলেশনে আছি।’