নাটোরে প্রকৌশলীর সর্বস্ব ছিনতাই, উবারের কারসহ গ্রেফতার ৩

নাটোরের এক প্রকৌশলীর কাছ থেকে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনায় উবারের প্রাইভেটকারসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পাবনা গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম গত ১৭ সেপ্টেম্বর অফিস ছুটির পর পাবনার দাশুড়িয়া থেকে নিজ বাড়ি নাটোরের বনপাড়া যাওয়ার জন্য উবারের প্রাইভেটকারে ওঠেন। গাড়িতে ওঠার পর সেখানে থাকা আরো ৩ জন ওই প্রকৌশলীর হাতা-পা, চোখ-মুখ বেঁধে মারধর করে মোবাইল, এটিএম কার্ড, মানিব্যাগ ছিনিয়ে নেয়।

পরে বাঁধা অবস্থাতেই রাতে প্রকৌশলী জাহিদুলকে নাটোরের বনপাড়া ডিগ্রি কলেজের সামনে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ ঢাকা ও পাবনায় অভিযান চালিয়ে ২ নভেম্বর ও ৫ নভেম্বর শরিফুল, বাদশা মিয়া দেওয়ান ও আরিফুলকে প্রাইভেটকারসহ গ্রেফতার করে। আটকদের বাড়ি দিনাজপুর ও চাঁদপুর জেলায়।

Share this post

scroll to top